নদীও নারীর মতো কথা কয়


প্রকাশিত: ০৯:৪২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলায় এসেছে কথাশিল্পী হোসনে আরা মণি’র তৃতীয় গল্পগ্রন্থ ‘নদীও নারীর মতো কথা কয়’। বহুমাত্রিক চেতনায়, নারী-পুরুষের সম্পর্কের জটিল রসায়নে, সমাজ ও সংসারের বিচিত্র স্বার্থপরতার কূটকৌশলে দশটি গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি।

হোসনে আরা মণি প্রথার বাইরে অসংহত জীবনের নিপুণ কারিগর। গল্পের চরিত্রগুলো একদিকে পানির মতো সরল অন্যদিকে শুয়োরের দাঁতাল নখ নিয়ে আক্রমণে ইতরের মতোই পাশবিক। গল্পকারের সমাজ কাঠামো দেখার চোখ তীক্ষ্ন।

তিনি গল্পের আখ্যানে এঁকেছেন নারী ও নরের বিমূর্ত কলা, পাঠককে দিয়েছেন প্রেম ও প্রণোদনা, বিপরীতে কেড়ে নিয়েছেন সুখনিদ্রা। অস্থির সময়ের দারুণ বয়ানে সমৃদ্ধ গল্পগুলো পাঠকের পাঠতৃষ্ণা কেবল বাড়াবেই না, নিজেকে দাঁড় করাবে গিলোটিনের সামনে, আনত মস্তকে।

গল্পগুলো পাঠের সময়ে মনে হবে দ্রাক্ষারসে ডুবে আছে পাঠক। যেন পাঠকেরই অনুধ্যানের, গভীর বোধ ও বোধোদয়ের গল্প। প্রতিটি গল্প স্বতন্ত্র, তীব্র, চাবুকের মত টানটান এবং শাণিত ছুরির মতই ধারালো।

পাঠ শেষে মনে হবে ডুবে আছে বিষমাখানো জলে। সামনে কুমির, পেছনে হায়েনা- আমাদের দগ্ধ সমাজের নিবিড় ইতিহাস হয়ে গল্পগুলো হানা দেয় অস্তিত্বের কড়িকাঠে। হোসনে আরা মণি বাংলা কথাসাহিত্যের জোয়ান অব আর্ক।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।