অন্ধ ফকিরের সুন্দরী বউ মৌসুমি
অভিনয়ের ব্যস্ত সময় পার করেছন লাক্স সুন্দরী মৌসুমি হামিদ। বড় ও ছোট- দুই পর্দাতেই সমানতালে কাজ করে চলেছেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি কাজ করলেন একটি টেলিছবিতে।
ইউসূফ আলী খোকনের রচনা এবং তাসলিমা মুক্তার পরিচালনায় এই টেলিফিল্মের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই এটি কোনো বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানালেন মৌসুমি।
তিনি আরো জানালেন, টেলিছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল। রাজধানীর বিভিন্ন লোকেশনে টেলিছবিটির দৃশ্যধারণ হয়েছে। এখানে এক ভিক্ষুক দম্পতির প্রেম, লোভ ও প্রায়শ্চিত্য ও ফিরে আসার চিত্র তুলে ধরা হয়েছে।
মৌসুমি বলেন, ‘টেলিছবিটিতে আমি অন্ধ ফকির সজল ভাইয়ের স্ত্রী চরিত্রে কাজ করেছি। আমার স্বামী অন্ধ হলেও তার প্রতি আমার ভালোবাসার এতটুকু কমতি নেই। স্বামীও আমাকে খুব ভালোবাসে। কিন্তু আমার সৌন্দর্যই কাল হয়ে দাঁড়ায় আমার জন্য। মহল্লার লোকজন আমাকে নানাভাবে বিরক্ত করে। একপর্যায়ে আমিও লোভের বশে একজনকে বিশ্বাস করে বসি। কিন্তু আমার স্বামী আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমি তাকে ফিরিয়ে দেই। একটা সময় আমি বুঝতে পারি যে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমার জীবনে নেমে আসে ভয়াবহতা। নিজের সুন্দর চেহারাকেই দায়ী মনে হয় আমার। তাই সেই চেহারা আমি নষ্ট করে ফেলি। 
এক সময় দেখা যায় আমি আর আমার আগের স্বামী দুজনই এক জায়গায় বসে ভিক্ষে করছি। খুব কাছাকাছি থেকেও কেউ কাউকে চিনতে পারিনা। কিন্তু হঠাৎ একে অপরের গন্ধ পেয়ে আমরা নিজেদের আবিষ্কার করি। এমনই আবেগমাখা এক পেমের গল্পে নির্মিত হয়েছে টেলিছবিটি।’
মৌসুমী বললেন, ‘একটু ব্যতিক্রম চরিত্রে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি প্রচারে টেলিছবিটি সবার ভালো লাগবে।’
এলএ/এমএস