বাড্ডায় প্রাণের স্টাফ বাস ভাঙচুর


প্রকাশিত: ০২:২৯ পিএম, ৩০ নভেম্বর ২০১৪

রাজধানীর মেরুল বাড্ডায় প্রাণ-আরএফএল’র একটি স্টাফ বাসে হামলা চালিয়েছে তুরাগ পরিবহনের চালক ও তার সহকারীরা। রোববার রাত ৮টার দিকে রামপুরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

প্রাণ-আরএফএল এর কর্মকর্তা জিয়াউল হক জানান, প্রাণের স্টাফ বাসটি বাড্ডার প্রধান কার্যালয় থেকে বের হয়ে মালিবাগের দিকে যাওয়ার সময় মেরুল বাড্ডায় তুরাগ পরিবহনের গাড়িটি পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে প্রাণের স্টাফ বাসটির কাঁচ ভেঙ্গে যায়। এ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে তুরাগ পরিবহনের চালক ও তার সহকারীরাসহ আরও কয়েকজন যুবক প্রাণের গাড়িতে হামলা চালায়।

তিনি আরও জানান, বর্তমানে গাড়ি দুটি আফতাব নগর পুলিশ ফাঁড়িতে রয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তুরাগ পরিবহনের চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।