কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে গভর্নরের শোক
চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। রোববার রাত পৌনে এগারোটায় জাগোনিউজকে দেওয়া এক শোক বার্তায় তিনি এই শোক ও সমবেদনা প্রকাশ করেন।
আতিউর রহমান বলেন, কাইয়ুম চৌধুরী এদেশের একজন কৃতি সন্তান। তার মৃত্যুতে জাতি একজন মেধাবি সন্তান ও মেধাবী চিত্রশিল্পীকে হারাল।
গভর্নর সচিবালয়ের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান জাগোনিউজকে বলেন, কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের নোট প্রণয়ন কমিটির একজন সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংকে মূরাল স্থাপন সংক্রান্ত কমিটিতেও ছিলেন।
তিনি বলেন, সৃজনশীল এই চিত্রশিল্পীর মৃত্যুতে আমরা বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি আমরা।