মায়ের চিকিৎসায় নিজেকে বিক্রি করতে চাওয়া মামুনের পাশে উশৈসিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২১ অক্টোবর ২০২২
অসুস্থ মায়ের চিকিৎসায় মামুনকে আর্থিক সহায়তা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

মায়ের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে চরম অর্থ সংকটে পড়েন বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী মো. আনোয়ারুল ইসলাম মামুন। এ অবস্থায় মায়ের চিকিৎসার খরচ জোগাতে নিজেকে শ্রমিক হিসেবে ১০ বছরের জন্য বিক্রির ঘোষণা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার ওই পোস্ট মানুষের হৃদয় ছুঁয়ে যায়। বিষয়টি নজরে আসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের। এরপর তিনি মামুনকে আর্থিক সহায়তা দেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে বান্দরবান শহরের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে মামুনের মায়ের চিকিৎসার জন্য তাকে ছয় লাখ টাকা দেন মন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেন তিনি।

এ সময় মন্ত্রী মামুনের মায়ের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি। নিজের মন্ত্রণালয় থেকেও অর্থ সংস্থানের কথা জানান তিনি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, অসুস্থ মাকে বাঁচাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনের আকুতি এবং প্রকাশিত বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবরটি আমি জানতে পারি। ওই সংবাদ দেখে আমি অসহায় পরিবারটিকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলাম।

তিনি বলেন, আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ টাকা এবং বান্দরবানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আরও ৪ লাখ টাকা সংগ্রহ করে সর্বমোট ৬ লাখ টাকার ব্যবস্থা করেছি। মামুনের মায়ের চিকিৎসা মানে আমাদের মায়ের চিকিৎসা।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আইএইচআর/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।