প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৩ অক্টোবর ২০২২
প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার পাঁচজন

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানটির পাঁচ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও মো. জাহিদ হোসেনের সই করা এক চিঠিতে বলা হয়, বরখাস্তের আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, গত শুক্রবার (২১ অক্টোবর) এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। তাৎক্ষণিক পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: প্রশ্নফাঁস: বিমানের পাঁচ কর্মকর্তা-কর্মচারী ৬ দিনের রিমান্ডে

পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোটর পরিবহন অপারেটর জাহাঙ্গীর আলম, মাহফুজ আলম ভূঁইয়া, এনামুল হক এবং অফিস সহকারী আওলাদ হোসেন ও হারুন উর রশিদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ তাদের নিয়োগ চুক্তির ১২ ধারা লঙ্ঘনের অভিযোগে বরখাস্ত করা হয়।

এমএমএ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।