ইউপি নির্বাচনে শিক্ষকদের সহযোগিতা চাইলেন নাসিম


প্রকাশিত: ০৮:২৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শিক্ষকদের সাহায্য এবং সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির চতুর্থ ত্রৈবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য আওয়ামী লীগ এবং হাসিনা সরকার সবকিছু করেছে। তাই দেশ এবং শিক্ষকদের উন্নয়ন বজায় রাখার জন্য হাসিনা সরকারকে বার বার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা সরকারের বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশে থেকে অশিক্ষা দূর হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সমিতির সভাপতি আ. আউয়াল তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, আওয়ামি লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ। এরপর তিনি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

এএম/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।