বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থিত প্যানেল জয়ী


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ প্যানেল ১২টি পদে জিতেছে। এর মধ্যে কার্যকরী পরিষদের সভাপতিসহ ১১টি পদের মধ্যে ৯টি এবং উপ-পরিষদের ৫টি পদের মধ্যে ৩টি পদে তারা বিজয়ী হয়েছেন।

সাধারণ সম্পাদকসহ উভয় পরিষদে ২টি করে মোট ৪টি পদে জয়লাভ করেছে ২০ দলীয় জোট সমর্থিত জাতিয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। তবে আওয়ামী লীগের বিভক্ত অংশ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ প্যানেল থেকে কেউ কোনো পদে জয়লাভ করেনি।

শুক্রবার সকালে নির্বাচন কমিশনার ভানু রঞ্জন দাস নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনিজীবী পরিষদ প্যানেল থেকে অ্যাড. মজিবর রহমান ৩৪৫ ভোট পেয়ে সভাপতি এবং ২০ দলীয় জোট সমর্থিত জাতিয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাড. নাজিম উদ্দিন আহম্মেদ পান্না ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দিনভর বরিশাল বার মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭৮৯ জন ভোটারের মধ্যে ৭০৮ জন ভোটার তদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সাইফ আমীন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।