‘ভ্যালেন্টাইনস ডে’ পালনে নিষেধাজ্ঞা জারির দাবি


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশে ‘ভ্যালেন্টাইনস ডে’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শফিক রেহমানের প্রবর্তিত উল্লেখ করে তা পালনে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩ দল। পাশাপাশি পাতলা পোশাক, বেহায়া সাজ-গোজ এবং সকল বিজাতীয় অনুষ্ঠান ও কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ওলামা লীগের সমমনা ১৩টি সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৩ সালে সামরিক সৈরাচারের বিরুদ্ধে প্রথম আন্দোলন ও আত্মাহুতির দিন ছিল ১৪ ফেব্রুয়ারি। ওই দিন নিহত হয়েছিলেন জয়নাল, জাফর, মোজাম্মেল আইয়ুবসহ নাম না জানা অনেকে। বিএনপি ক্রমাগত পচে যাওয়ায় কালের বিবর্তনে এই দিনটি (১৪ ফেব্রুয়ারি) স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে পালন না করে খালেদা জিয়ার উপদেষ্টা ড. শফিক রেহমান ১৯৯৩ সালে যায়যায়দিন পত্রিকার মাধ্যমে এ দেশে ‘ভ্যালেন্টাইনস ডে’ পালন করে। খালেদা জিয়া মার্কা পোশাক ও বেহায়া সাজ-গোজ বাজারজাত করে তরুণ-তরুণীদের অশ্লীলতায় নিমজ্জিত করা হচ্ছে।

বক্তারা আরো বলেন, ভ্যালেন্টাইনস ডে তথা বেহায়াপনা দিবস চালু করায় এ দিনে প্রকাশ্যে বেহায়াপনা, একজন আরেকজনকে জড়িয়ে ধরা, সম্ভ্রমহরণে মত্ত হওয়া, মদ খাওয়া, নাচানাচি করা, হোটেলগুলোতে ডিজে পার্টি করা, নিজেদের বিবস্ত্রভাবে উপস্থাপন করাসহ হাজারো অশ্লীলতার মাধ্যমে আবহমানকালের বাঙালির পারিবারিক-সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করে দেয়া হচ্ছে।

বক্তারা বলেন, সমাজে আবাধ অশ্লীলতার ব্যপকতা আরো ছড়িয়ে দিতে দেশ বিরোধী কুচক্রীরা ১৪ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে চুমু খাওয়ার ঘোষণা দিয়েছে। অথচ তাদের বিরুদ্ধে পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। তা অত্যান্ত হতাশাজনক।

এছাড়া রাষ্ট্রদ্রোহী মামলায় মাহফুজ আনামকে অবিলম্বে গ্রেফতার ও ইসলাম ধর্ম ও সরকার বিরোধী প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার পত্রিকা দুটি নিষিদ্ধের দাবিও জানায় সংগঠনটি।

সংগঠনের সভাপতি মাওলানা নূর মুহাম্মদ আহাদ আলী সরকার, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মেলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।