ভালোবাসা দিবসে রাজধানীতে বিশেষ নিরাপত্তা
ফাইল ছবি
বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে) পালনে রাজধানী ঢাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নতুন কমিটির সভাপতি হিসেবে কমিশনার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন।
এসময় কমিশনার বলেন, ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভালোবাসা দিবসসহ বিশেষ দিনগুলোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ এসব দিবসকে ঘিরে রাজধানীতে কোনো নাশকতার আশঙ্কা কিংবা হুমকি নেই বলেও জানান আছাদুজ্জামান মিয়া।
এর আগে ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সংগঠন উস্কানিমূলক কর্মসূচি দিয়েছে।
এআর/এআরএস/এমএস