বইমেলায় কামরুল হাসান জনির ‘ফেরা’


প্রকাশিত: ১১:২৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

দূর পরবাসের রেমিটেন্স সৈনিকদের নিয়ে প্রবন্ধ-নিবন্ধ লেখা হলেও সচরাচর সাহিত্যে তাদের চরিত্র খুব একটা চোখে পড়ে না। তারা আজীবন থেকে যান পর্দার অন্তরালে। নিজের সঙ্গে সংগ্রাম আবার নিজের সঙ্গেই বন্ধুত্ব হয় তাদের। ঘাম ঝরানো পরিশ্রমে বয়স পার করে একসময় তারা ফিরে আসেন দেশে।

পরবাসে তাদের জীবন-যাপন, আনন্দ-দুঃখবোধ আর প্রাপ্তি-অপ্রাপ্তির হাজারো গল্প-কাহিনি থেকে যায় অলিখিত। প্রবাসীদের এমন কিছু অলিখিত কাহিনি, জীবন-জীবিকা ও সাহিত্যের বিভিন্ন উপাদানে রচিত হয়েছে কামরুল হাসান জনির দ্বিতীয় উপন্যাস ‘ফেরা’।

রাজিব রায়ের প্রচ্ছদে অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে মেলা পাবলিকেশন্স। পৃষ্ঠপোষকতা করেছে দুবাইয়ের অন্যতম সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাব। বইটি পাওয়া যাচ্ছে মেলা পাবলিকেশন্সের স্টলে।

ইতিপূর্বে জনির আরো দুটি বই প্রকাশিত হয়েছে। বই দু’টির নাম ‘এপারের হৈম’ ও ‘আমিরাতের পথে-ঘাটে’। জনি পেশাগত জীবনে বাংলাদেশের দুটি জাতীয় দৈনিকের ‘আরব আমিরাত প্রতিনিধি’ হিসেবে কর্মরত।

উপন্যাসটি প্রসঙ্গে কামরুল হাসান জনি বলেন, ‘শ্রমে-ঘামে নিজের সুখ বিসর্জন দেয়া প্রবাসীদের খুব কাছে থেকে দেখেছি। প্রতিনিয়ত চেষ্টা করেছি তাদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য লেখার। মাঝেমধ্যে পত্রিকার পাতায় খবর লিখি। কিন্তু সঙ্গত কারণে সেসব খবরে এ শ্রমজীবী প্রবাসীদের সব কথা তুলে ধরা সম্ভব হয় না। তাই এবার উপন্যাসে তাদের জীবন-চরিত্র বর্ণনা করলাম।’

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।