ককটেলসহ জামায়াত নেতা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা জামায়াতের আমির আবু বাক্কারকে (৪২) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় সাতটি ককটেল ও ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। শনিবার দুপুরে শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির পরিদর্শক মো. হামিদুর রশিদ জানান, নাশকতার জন্য জামায়াতের নেতাকর্মীরা পুরাতন বাজার এলাকার একটি পরিত্যক্ত ভবনে গোপন বৈঠক করছিল-এমন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও আবু বাক্কারকে গ্রেফতার করা হয়। সেখান থেকে সাতটি ককটেল ও ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আবু বাক্কারের বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও নাশকতাসহ সদর মডেল থানায় আটটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও জানান তিনি।
মোহা. আব্দুলাহ/এআরএ/আরআইপি