কারাগারে ইয়াবা সরবরাহের সময় যুবক আটক


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

যশোর কেন্দ্রীয় কারাগারে হাজতিকে ইয়াবা সরবরাহের সময় তরিকুল ইসলাম (২৩) নামে এক যুবক আটক করা হয়েছে। এসময় পালিয়ে গেছে তার সহযোগি সবুজ নামে (২৩)। শনিবার  বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আটক তরিকুল ইসলাম যশোর শহরতলীর বালিয়া ভেকুটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, বিকেলে তরিকুল ও তার সহযোগি সবুজ যশোর কারাগারে এক বন্দির সঙ্গে দেখা করতে যান। এসময় হাজতি সাক্ষাৎ রুমে অবস্থানের সময় তাদের গতিবিধি কারারক্ষীদের সন্দেহ হয়। পরে তরিকুলকে জিজ্ঞাসাবাদ করে অবস্থা বেগতিক দেখে সবুজ কৌশলে পালিয়ে যায়। এসময় তরিকুলের পকেট তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করে কারারক্ষীরা। পরে কোতোয়ালি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

আটক তরিকুল সাংবাদিকদের জানান, সবুজ তার পরিচিত এক বন্দিকে ইয়াবা দিতে নিয়ে আসে। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে সবুজ পালিয়ে গেছে। তবে কারগারে কার সঙ্গে দেখা করতে এসেছিল তাকে চিনতো না বলেও দাবি করে তরিকুল।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।