জোড়া সেঞ্চুরিতে দিনটা অস্ট্রেলিয়ার


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম দিন অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখে মাত্র ১৮৩ রানেই অলআউট স্বাগতিক নিউজিল্যান্ড। তখন মনে হয়েছিল বেসিন রিজার্ভ বুঝি পুরোপুরি বোলারদের উইকেট। কিন্তু অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করা শুরু করলো, তখন মনে হচ্ছে এই উইকেট পুরোপুরি ব্যাটিং বান্ধব। শুধু তাই নয়, টেস্টের দ্বিতীয় দিন শেষে স্পষ্ট হয়ে উঠেছে, এই ম্যাচে বড় ব্যবধানে হারতে যাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। কারণ, দ্বিতীয় দিন শেষেই ২৮০ রানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

৫ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বিপদে ফেলার ইঙ্গিত দিয়েছিল নিউজিল্যান্ড; কিন্তু উসমান খাজা আর স্টিভেন স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়ে খেলায় ফেরে অসিরা। ৭১ রান করে স্মিথ আউট হয়ে গেলেও উসমান খাজা এক প্রান্ত ধরে রেখে খেলতে থাকেন। তার সঙ্গে যুক্ত হন অ্যাডাম ভোজেস। দু’জন মিলে ১৬৮ রানের জুটি গড়েন। এরপর চতুর্থ সেঞ্চুরি করা উসমান খাজা আউট হয়ে যান ১৪০ রান করে।

একই সময়ে মিচেল মার্শ আউট হলে অস্ট্রেলিয়ার জন্য সামান্য বিপদ তৈরী হয়। তবে তা বেশিক্ষণের জন্য নয়। গ্যারি নেভিল আর পিটার সিডলকে নিয়ে আরও মাঝারি মানের দুটি জুটি গড়ে অস্ট্রেলিয়াকে রানের চূড়ায় তুলে ধরেন ভোজেস। ৩২ রান করে আউট হন পিটার নেভিল। আর ২৯ রানে অপরাজিত রয়েছেন পিটার সিডল। অ্যাডাম ভোজেস অপরাজিত রয়েছেন ১৭৬ রানে। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেট হারিয়ে ৪৬৩।

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন কোরি অ্যান্ডারসন এবং মার্ক ক্রেইগ।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।