উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৯ এএম, ০২ নভেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

রাজধানীর আসাদগেট এলাকায় বাসের নারী যাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত মো. রাব্বি হোসেন (২২) মারা গেছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাব্বি রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার বাসিন্দা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিযে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসাদগেট এলাকায় ছুরিকাঘাতে আহত দুজনের মধ্যে রাব্বি মারা গেছেন। আহত অন্যজন শঙ্কামুক্ত। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাস থামিয়ে দুই তরুণকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আহত হন মো. রাব্বি হোসেন (২২) ও মো. শাওন হোসেন (২০)।

আরও পড়ুন: উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাস থামিয়ে ২ তরুণকে ছুরিকাঘাত

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে রাব্বির মৃত্যু হয়।

আহতদের সহকর্মী শাহরিয়ার জানান, তারা ২০-২৫ জন একটি অনুষ্ঠান থেকে বিকাশ পরিবহনে করে আজিমপুরের দিকে ফিরছিলেন। সবাই একটি প্রতিষ্ঠানে কর্মরত। তাদের সঙ্গে অনেক নারী কর্মীও ছিলেন।

তিনি আরও জানান, বাসটি আসাদগেট এলাকায় পৌঁছালে সেখানে থাকা কয়েকজন তরুণ-যুবক নারী যাত্রীদের উত্ত্যক্ত করে। বাস থামিয়ে তারা এর প্রতিবাদ করেন। এসময় ওই দুর্বৃত্তরা গাড়িতে উঠে রাব্বি ও শাওনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কাজী আল আমিন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।