বাঁশখালীতে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ : আহত ৩
চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে নিয়ে বৈলছড়ি চেচুরিয়া বাজার এলাকায় দু`পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ স্বপন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
জানা যায়, শনিবার বিকালে যুবলীগের সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে রাতে ইউনিয়ন যুবলীগের সভাপতি মাকসুদুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিনের অনুসারীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান। এতে শটগান এবং এলজি ব্যবহৃত হয়। গুলিতে আহত হন তিনজন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জীবন মুছা/জেএইচ/আরআইপি