হুইল চেয়ার পেলে জীবনটা সহজ হতো


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

একটি হুইল চেয়ার বদলে দিতে পারে প্রতিবন্ধী প্রীতি কণার জীবন। এতে একদিকে যেমন অন্যের উপর নির্ভরতা কমবে তেমনি নিজের ওপর আত্মবিশ্বাসও বেড়ে যাবে অনেকগুণ।

শারীরিক প্রতিবন্ধী প্রীতি কণা জানায়, বাবা মারা যাওয়ার পর মা সুজাতা দরিদ্র বাবার বাড়িতে অর্থাৎ কালীগঞ্জ উপজেলার মস্তবাপুর গ্রামে নানা শান্তিসরন সাহার আশ্রয়ে চলে আসেন। নানার দারিদ্রতার কথা ভেবে মা ঢাকায় গিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছেন।

disable-photoপ্রীতি কণার নানা শান্তি সরন সাহা জানান, প্রীতি কণা কালীগঞ্জের মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করে। প্রীতি কণা জন্ম থেকেই প্রতিবন্ধী। তার বাঁকানো পা দুটো সোজা করতে ঢাকার একটি হাসপাতালে দু’বার অস্ত্রোপচারও করা হয়। এতে অন্যের সাহায্য ছাড়া সে কিছুদূর হাঁটতে পারে।

তিনি আরও জানায়, সমস্যা হচ্ছে বাড়ি থেকে ১ কি.মি দূরে তার স্কুল। তিনি অসুস্থ তাই প্রতিদিন স্কুলে আনা নেয়া করতে পারেন না। একটি হুইল চেয়ার হলে সে নিয়মিত স্কুলে যেতে পারতো।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।