৬১৪ রান করার পর আউট ভোজেস!


প্রকাশিত: ০৭:১৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

সর্বশেষ আউট হয়েছিলেন নভেম্বরে অ্যাডিলেড টেস্টে। এরপর হোবার্টে অপরাজিত ২৬৯, মেলবোর্নে অপরাজিত ১০৬ আর এবার ওয়েলিংটনে ২৩৯ রান করার অবশেষে আউট হলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস। মাঝখানে কেটে গেছে তিন মাস আর রান করে ফেলেছেন ৬১৪।  

অস্ট্রেলিয়ার হয়ে ভোজেসের টেস্ট অভিষেক হয়েছে ৩৬ বছর বয়সে। পড়তি বেলায় খেলা শুরু করেছেন বলেই হয়তো যত বেশি সম্ভব রান তুলে নিতে মরিয়া এই ডানহাতি। আজ আউট হওয়ার পর ব্যাটিং গড়টা অবশ্য ১০০র নিচে নেমে গেছে। তবে সেটি এখনো অবিশ্বাস্য, ৯৭.৪৬! ১৯ ইনিংসের পর শুধু স্যার ডন ব্র্যাডম্যানের গড়ই এর চেয়ে বেশি ছিল, ১০২.৫৬!

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৩৯ রানের ইনিংস খেলে শচীনের ১২ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন ভোজেস। টেস্টে এক বারও আউট না হয়ে সর্বাধিক রান করার রেকর্ড এত দিন ছিল শচীনের। এবার এই রেকর্ড নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার ভোজেস।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।