মাইনুল এইচ সিরাজীর উপন্যাস তোমার সঙ্গে ঘুমোবো আজ


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

বইমেলায় প্রকাশ হয়েছে জনপ্রিয় কথাশিল্পী মাইনুল এইচ সিরাজী `তোমার সঙ্গে ঘুমোবো আজ`। প্রকাশনা সংস্থা সিঁড়ি প্রকাশন প্রকাশ করেছে তার সাড়া জাগানো এই প্রেমের উপন্যাসটি।

`এক বছর গেল, দুই বছর গেল। তৃতীয় বছরে তুমি রাজি হলে। হ্যাঁ, এবার আমরা বিয়ে করব। এখন আমার মনজুড়ে শুধু একটাই কবিতা, তোমার সঙ্গে ঘুমোবো আজ। ঘুমের আগে আমার পাশে তুমি, ঘুমের মাঝে আমার পাশে তুমি, ঘুমের পরেও আমার পাশে তুমি। আমি এখন সেই সৌভাগ্যবান পুরুষ, ভাবনাগুলো যার সত্যি হবে আজ। যে পুরুষ এই ভাবনা ভাবেনি, সে ভাবতেই জানে না। এই ভাবনা যার সত্যি হয়নি, তার জীবনটাই মিছে। ষোল আনা। কিন্তু ঐ যে বললাম, সৃষ্টিকর্তা তোমাদের কোন মাটি দিয়ে বানিয়েছেন? আমি বলছি তোমার সঙ্গে ঘুমোবো আজ, আর তুমি বলছ তুমি নাকি আজ আত্মহত্যা করবে। আরে, আত্মহত্যা করা কি চাট্টিখানি কথা? কত প্রস্তুতি নিতে হয়, কত পরিকল্পনা করতে হয়। তুমি কি এই দুই বছর ধরে আত্মহত্যার প্রস্তুতি নিয়েছ? হতেও পারে। তোমাকে বিশ্বাস নেই। তোমার জন্মতারিখ ৭ , বিয়ে করবে বলেছ ৭-এ, এখন তাহলে তোমার মৃত্যুও হবে ৭ তারিখ? হায় খোদা, আমি এখন কী করব?`- উপন্যাস থেকে উদ্ধৃতি।

বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। মূল্য: ১৫০ টাকা।

এইচএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।