আ.লীগ থেকে রাজাকার পুত্রের অপসারণ চায় গণজাগরণ মঞ্চ


প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর গ্রামের রাজাকার তাজুল ইসলামের ছেলে ফারুককে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। রোববার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চের উদ্যোগে এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে গণজাগরণ মঞ্চের কয়েকশ কর্মী হাতে বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- গণজাগরণ মঞ্চের আহ্বায়ক জিয়া কার্দার নিয়ন, সাংগঠনিক সম্পাদক মো. হুসাইন আহমদ, সদস্য মুজাহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একজন চিহ্নিত রাজাকারের সন্তান কোনো দিন আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের সভাপতি পদে থাকতে পারে না। আমরা অবিলম্বে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে রাজকার তাজুল ইসলামের ছেলে ফারুকের অপসারণের দাবি জানাচ্ছি।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।