নৌবাহিনীর বাৎসরিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ নৌবাহিনীর ‘বাৎসরিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৬’ শেষ হয়েছে। রোববার চট্টগ্রামের বানৌজা ঈসাখানের সার্বিক ব্যবস্থাপনায় আঞ্চলিক ক্রীড়া কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব। এসময় তিনি অ্যাথলেটসদের খেলা উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৯টি দল অংশ নেয়। চূড়ান্ত খেলায় বানৌজা ঈসাখান দল ১৪১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগিতায় বানৌজার শহীদ মোয়াজ্জম দলের এম জহুরুল ইসলাম শ্রেষ্ঠ অ্যাথলেট হিসেবে নির্বাচিত হন।

সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের অফিসার ও নাবিকরা উপস্থিত ছিলেন।

এআর/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।