ইসলামাবাদকে ১২৯ রানের লক্ষ্য দিল সাকিব-মুশফিকরা


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কেন যেন একটা বৈষম্যমূলক আচরণ শুরু করে দিয়েছে পাকিস্তান সুপার লিগের ফ্রাঞ্চাইজি করাচি কিংস। শোয়েব মালিকের নেতৃত্বাধীন দলটিকে খেলছেন বাংলাদেশের দু’জন সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। প্রথম থেকে সাকিব আল হাসানকে খেলানো হলেও দলটি মুশফিকুর রহিমকে একাদশে খেলিয়েছে চতুর্থ ম্যাচে এসে। একের পর এক উপেক্ষার শিকার হতে হতে মুশফিক দলে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে সময় লাগিয়েছেন বেশ। অবশেষে দলের ৭ম ম্যাচে এসে রানের দেখা পেলেন মুশফিক। ৫ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে ৩৩ রান করেছেন তিনি আজ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রথম থেকেই খেলাচ্ছে করাচির দলটি। প্রথম ম্যাচে ব্যাটে-বলে অসাধারণ নৈপুন্য প্রদর্শণ করে জিতিয়েছেন দলকে। হয়েছিলেন ম্যাচ সেরা। সেদিন ব্যাট করতে নেমেছিলেন চার নম্বরে। পরের ম্যাচেও চার নম্বরে নেমেছিলেন। তবে মাত্র ১৭ রান করে আউট হয়ে যান তিনি। এরপর বল হাতেও ছিলেন খরুচে।

ওই এক ম্যাচের পরই সাকিব সম্পর্কে নেতিবাচক সব সিদ্ধান্ত নিতে শুরু করে করাচি টিম ম্যানেজমেন্ট। পরের ম্যাচ থেকেই তার ব্যাটিং অর্ডার নামতে শুরু করে। যে সাকিব আল হাসান তিন কিংবা চারে ব্যাট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাকে প্রথমে চার থেকে নামিয়ে আনা হলো পাঁচ নম্বরে, এরপর নামাতে নামাতে সাকিবকে এনে ঠেকিয়েছেন সাত নম্বরে। দলের মধ্যে কম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই যেন বিবেচনা করা হচ্ছে তাকে। বল করতে গেলেও দেখা যাচ্ছে তাকে দিয়ে পুরো চার ওভার করানো হচ্ছে না। ১ কিংবা ২ ওভারের মধ্যেই সীমাবদ্ধ রাখছে তাকে। যার পরিণতিতে পারফরম্যান্সেও বেশ প্রভাব পড়েছে তার।

শুধু তাই নয়, করাচি কিংসও একের পর এক হারের মধ্যে রয়েছে। ৬ ম্যাচ খেলে ফেললেও এখনও পর্যন্ত মাত্র জয় পেয়েছে ২টিতে। ৪ পয়েন্ট নিয়ে যদিও রয়েছে তৃতীয় স্থানে। তবে, করাচির পারফরম্যান্সও বেশ হতাশাজনক। ইসলামাবাদের বিপক্ষে আজও যেমন প্রথমে ব্যাট করে সংগ্রহ করতে পেরেছে মাত্র ১২৮ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় করাচি। গত কয়েকটি ম্যাচের মত এই ম্যাচেও ওপেনিং নিয়ে পরীক্ষা চালাল করাচি। জেমস ভিঞ্চ এবং শাহজাইব হাসানকে দিয়ে করালো ইনিংস ওপেন। শাহজাইব ২৭ রান করতে পারলেও ভিঞ্চ এবং তিন নম্বরে নামা ইমাদ ওয়াসিন আউট হয়ে যান ২ এবং শূন্য রান করে।

নিয়মিত পারফরমার রবি বোপারাই সর্বোচ্চ ৪৫ রান করেন। ৫ নম্বরে ব্যাট করতে নেমে মুশফিক করেন ৩৩ রান। ৭ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক এবং সাকিব আল হাসান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে করাচির সংগ্রহ ১২৮ রান।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।