তুরস্কে যুদ্ধবিমান মোতায়েন করেছে সৌদি আরব
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে হামলার জন্য তুরস্কের একটি ঘাঁটিতে সৌদি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি সেনাবাহিনীর একজন জেনারেল। তিনি আরো বলেছেন, সিরিয়ায় সৈন্য মোতায়েনের প্রয়োজন হবে এবং সৌদি আরব তাতে অংশ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।
এর আগের ইরাক বলেছিন, সৌদি আরব সিরিয়ায় স্থলবাহিনী পাঠাতে প্রস্তুত। যা এই প্রথম সৌদি আরবের পক্ষ থেকে নিশ্চিত করা হলো।
জেনারেল আল-আসিরি বলেছেন, এখন পর্যন্ত তুরস্কে শুধুই যুদ্ধবিমান পাঠানো হয়েছে, কোনো সৈন্য এখনো পাঠানো যায়নি। সৌদি আরব বিশ্বাস করে আইএসের বিরুদ্ধে লড়াইতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে সিরিয়ায় সৈন্য মোতায়েন করতে হবে।
অন্যদিকে রাশিয়ার বিমান হামলায় তুরস্ক সীমান্তের কাছাকাছি আলেপ্পো প্রদেশে তাদের সমর্থিত বিদ্রোহীরা কোনাঠাসা হয়ে পড়ার পর থেকে তুরস্ক এবং সৌদি আরব প্রচণ্ড ক্ষুব্ধ। গত কয়েকদিনে তুরস্ক সিরিয়ার ভেতর সেনা অভিযানের হুমকি দিচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী খোলাখুলি বলেছেন, সৌদি আরবের সঙ্গে মিলে সিরিয়ায় সেনা অভিযানের পরিকল্পনা করছেন তারা।
আরএস/এমএস