আড়াইহাজারে আবারো ডাকাত সন্দেহে গণপিটুনি : নিহত ১
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে আবারো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
রোববার রাত ১টায় উপজেলার বাগদি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টার সময়ে এলাকার লোকজন একজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ওই সময় ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়।
এর আগে শনিবার ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, এলাকাবাসীর অভিযোগ ডাকাতি করে পালানোর সময়ে গণপিটুনি দিলে ওই তিনজনের মৃত্যু হয়। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নে গণপিটুনিতে ৮ ডাকাতের মৃত্যু হয়।
শাহাদাত হোসেন/জেএইচ/এমএস