মুম্বাইয়ে ‘মেক ইন ইন্ডিয়া’র অনুষ্ঠানে অগ্নিকাণ্ড
ভারতের মুম্বাইয়ে ‘মেক ইন ইন্ডিয়া’ অনুষ্ঠান চলার সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, বিগ বি-আমির খানসহ রাজনীতিবিদ ও বলিউড তারকারা। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, আগুন লাগার সময় মঞ্চে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নেতৃত্বে একটি দলগত নৃত্য পরিবেশিত হচ্ছিল। ঠিক সে সময়ই মঞ্চের নিচ থেকে আগুনের শিখা দেখা যায়। আগুন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই মঞ্চ থেকে শিল্পীদের নিরাপদে নামিয়ে আনা হয়। এর কয়েক মিনিটের মধ্যেই আগুনে পুড়ে যায় পুরো মঞ্চ। তবে আগুনে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের পাঁচ মিনিট আগেই মঞ্চে আবৃত্তি করছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। শুধু অমিতাভই নয়, অগ্নিকাণ্ডের কয়েক মিনিট আগে মঞ্চে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরেসহ বিশিষ্টজনেরা।
এছাড়া বলিউড অভিনেতা আমির খান, হেমা মালিনী, মাধুরী দিক্ষীতসহ একাধিক তারকা শিল্পীরা দর্শকসারিতে উপস্থিত ছিলেন।
প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ১৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
নিজের পরিকল্পনায় ‘মেক ইন ইন্ডিয়া’ অনুষ্ঠানটি গত শনিবার মুম্বাইতে উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরএস/এমএস