তিন পদে ১ম শ্রেণির কর্মকর্তা নিয়োগের ফল প্রকাশ
পাসপোর্ট অধিদফতরের সহকারী পরিচালক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফোরমান ও প্রভাষক পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এ ফল ফল প্রকাশ করেছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের সহকারী পরিচালক পদে উত্তীর্ণদের রেজিস্ট্রেশন নম্বর হলো- ৬৫৮৪৮০, ৫৪৮৭২১,৫৯৭২৭৬,৫৪৮১১৬,২৬২৯২২, ২৬৩১২৭, ৫১৮০৬৪, ৬৬৯২২৪,৫২৩৮২৮,৫২৩৮৫১।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র পরিদফতর পরিচালিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর ফোরম্যান পদে উত্তীর্ণদের রেজিস্ট্রেশন নম্বর হলো- ০০০১৩৩,০০০০৫১,০০০০০৭।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র পরিদফতর পরিচালিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর প্রভাষক পদে উত্তীর্ণদের রেজিস্ট্রেশন নম্বর হলো-০০০০১৭, ০০০০৪০,০০০০০২। তিন পদই পিএসসির অধীন ১ম শ্রেণির কর্মকর্তা।
এনএম/এসকেডি/আরআইপি