শাহরাস্তি পৌরসভার মেয়র আ.লীগের আব্দুল লতিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৩৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

কিছু বিশৃঙ্খলার মধ্য দিয়ে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ ১১ হাজার ১১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা পেয়েছেন ৬ হাজার ৯৯৯ ভোট।

স্থগিত কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ১৬৫ জন। কিন্তু তিনি ৪ হাজার ১১৬ ভোট বেশি পেয়েছেন বলে আওয়ামী লীগ প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

ইকরাম চৌধুরী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।