মুনমুনের আড্ডায় ফেরদৌস


প্রকাশিত: ০৭:৩১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনুষ্ঠান ‘রক্সি রঙের মেলা চারদেয়ালের কাব্য’। এটি উপস্থাপনা করে থাকেন লাক্স সুন্দরী রুমানা মানিক মুনমুন। তার সঙ্গে আড্ডা দিতে এবার নতুন পর্বে হাজির হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস।

অনুষ্ঠানটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচার হয় এটিএন বাংলার পর্দায়। খুব সহজেই কিভাবে নিজের ঘরটি দৃষ্টিনন্দন করে সাজাতে হবে সেই বিষয়ে মুল্যবান পরামর্শের পাশাপাশি বাড়ি ও অফিসসহ বিভিন্ন উপস্থাপনা সাজানোর উপকরণের প্রাপ্তিস্থান, বাজার দর, ইন্টেরিয়র ডিজাইনিং স্কুলের নানান তথ্য উপস্থাপন করা হয়ে থাকে এ অনুষ্ঠানে।

সাথে থাকে দৃষ্টিনন্দন একটি ভিডিওচিত্র, যেখানে উপস্থাপন করা হয় অসাধারণ সব বাড়ির অভ্যন্তরীন ডেকোরেশন, নন্দনিকতা, লাইটিং ইত্যাদি।

অনুষ্ঠানের প্রতি পর্বে অংশগ্রহন করে থাকেন, স্থপতি, শিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ সেলিব্রেটি সব অতিথিবৃন্দ। অনুষ্ঠানের আজকের (মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি) পর্বের অতিথি হয়ে আসছেন ফেরদৌস।

আলাপচারিতায় তার কাজের পাশাপাশি উঠে আসবে তার মনের ছোঁয়ায় গড়ে ওঠা দৃষ্টিনন্দন সব নান্দনিকতা। উপস্থাপিত হবে চারপাশ পরিপাটি করে রাখার নানা রকম টিপস।

সেলিম দৌলা খানের পরিচানায় রক্সি রঙের মেলা চার দেয়ালের কাব্য অনুষ্ঠানটি প্রচার হবে আজ ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।