এমদাদুলের মামলা ট্রাইব্যুনালে নিষ্পত্তি


প্রকাশিত: ১১:২৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারের পর মৃত্যুবরণকারী রাহ্মণবাড়িয়ার এমদাদুল হকের বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন মামলার প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

এর আগে গত ৭ জানুয়ারি থেকে এমদাদুল (৮০) কারা তত্ত্বাবধানে ঢামেকের নতুন ভবনের ৬০২ নম্বর কক্ষে চিকিৎসাধীন ছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে মোজাম্মেল হক। পরে গত ২৬ জানুয়ারি রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে দায়ের করা মামলায় চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমদাদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ৬ জানুয়ারি ঢাকার কাফরুল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।