পনেরো বছর পরও অনবদ্য তারা!


প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

দীর্ঘ ১৫ বছর পর জুটি হয়ে চলচ্চিত্রে কাজ করছেন টালিগঞ্জে একসময়ের সুপারস্টার জুটি  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। সময় অনেকটা পেরিয়ে গেলেও কমেনি রসায়নের ঝাঁজ। এতটুকুও আঁচড় পড়েনি বোঝাপড়ায়। একে অপরকে চোখের ইশারাতেই বুঝে নিচ্ছেন।
 
পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘প্রাক্তন’র মূল আকর্ষণই টলিউডের এই হিট জুটি। প্রসেনজিৎ-ঋতুপর্ণা বোঝাপড়ার প্রমাণ হিসেবে ছবির পোস্টারের ফোটোশুটের গল্প শুনিয়েছেন ছবির দুই পরিচালক। এখনো নাকি অনবদ্য প্রসেনজিৎ-ঋতুপর্ণা। একে অপরের দিকে একবার তাকিয়েই পোস্টারের জন্য ফোটোশুটে দু’জন পারফেক্ট শট দিয়ে দেন।

শুধু তাই নয়। প্রসেনজিতের পছন্দ না হলেও ফোটোশুর সময়ে একরকম জোর করেই রোমান্টিক গান চালান ঋতুপর্ণা। সেই মুহূর্তে রোমান্টিক পোজ দিতে গিয়ে বেশ কষ্টই হচ্ছিল প্রসেনজিতের। ফলে দ্রুত ফোটোশুট শেষ করার জন্য প্রসেনজিৎ তাগাদা লাগালেও, ঋতুপর্ণা আরো কিছুক্ষণ চালিয়ে যেতে চান। তবে এ সবই ছিল প্রসেনজিৎকে রাগানোর জন্য ঋতুর খুনসুটি!

এদিকে পরিচালকদ্বয়ের দাবি, তাদের ছবিতে এই দুই তারকা হাজির হচ্ছেন নতুন লুকে, নতুনভাবে। দর্শকদের জন্য থাকছে সারপ্রাইজ অনেক কিছুই।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।