রেল ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান
জনমত উপেক্ষা করে যাত্রীস্বার্থ জলাঞ্জলি দিয়ে এডিবির প্রেসক্রিপশন বাস্তবায়নের অংশ হিসেবে রেলপথের যাত্রী ভাড়া ৭.১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যানের বিষয়টি জানায় সংগঠনটি।
সংগঠনের চেয়ারম্যান শরীফ রফিক উজ্জামান ও মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এ যৌথ বিবৃতিতে আরো অভিযোগ জানিয়ে বলা হয়, ২০১২ সালে রেলপথের যাত্রী ভাড়া বৃদ্ধির সময়ে রেল কতৃপক্ষ প্রদত্ত যাত্রী সেবার মান বাড়ানোর অঙ্গীকার বাস্তবায়ন না করে বিদেশিদের স্বার্থে এ ধরনের জনবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে রেলকে যাত্রীবিমুখ প্রতিষ্ঠানে পরিণত করার চক্রান্ত করা হচ্ছে। বছর বছর ভাড়া বৃদ্ধি করে সড়কপথের বাস ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে।
বিবৃতিতে আরো বলা হয়, রেলওয়ে আজ চরম নৈরাজ্য ও লুটপাটের কারখানায় পরিণত হয়েছে। এ খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার মহোৎসব চলছে উল্লেখ করে এসব দুর্নীতির দায়ভার নিরীহ যাত্রী সাধারণের কাঁধে চাপানোর জন্য বছর বছর ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অব্যবস্থাপনা ও লুটপাট বন্ধ করা না হলে ভাড়া বৃদ্ধি সুফল আনবে না দাবি করে বিবৃতিদাতারা অনতিবিলম্বে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে যাত্রীসেবার মান বাড়ানো, কোচ ও বগি বাড়িয়ে আয় বাড়ানো, গতি বৃদ্ধির মাধ্যমে টাইম এরাউন্ড কমিয়ে ডাবল ট্রেন পরিচালনা করে আয় দ্বিগুণ করা, রেল ভূমির বাণিজ্যিক ব্যবহার ফি বাড়ানো, পণ্য পরিবহন বাড়ানো, রেল সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার দাবি জানায় সংগঠনটি।
এএস/এসএইচএস/আরআইপি