বুধবার জাপা প্রার্থীদের প্রতীক ও মনোনয়ন দেবেন এরশাদ


প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে প্রতীক ও মনোনায়নপত্র প্রদান করবেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।  

বুধবার সকাল ১১টায়  পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে প্রার্থীদের মধ্যে  প্রতীক ও মনোনায়ন দেয়া হবে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।