সংসদে প্রশ্নের জবাব না পেয়ে সাবেক মন্ত্রীর ক্ষোভ


প্রকাশিত: ০২:১২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

সংসদে মন্ত্রীদের জন্য লিখিতভাবে দেয়া প্রশ্নের উত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন করলাম, আর সংসদে আমার একটি প্রশ্ন তিনবার স্থানান্তর করা হলো, কীভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে মাননীয় স্পিকার।’

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে এসব কথা বলেন আবুল কালাম আজাদ। এসময় তিনি স্পিকারের রুলিং দাবি করেন। পরে স্পিকার বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘মাননীয় স্পিকার আমরা অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন করলাম। আর আমি একটি প্রশ্ন করলাম, প্রথমে বলা হলো নভেম্বর মাসে, এরপর ২ ফেব্রুয়ারির জন্য নির্ধারণ করা হলো; আজ আবার দেখা যাচ্ছে স্থানান্তরিত। এটা কীভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে?’

এ সময় স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, ‘প্রশ্নটি কোন মন্ত্রণালয়ের ছিল? পরে আবুল কালাম আজাদ বলেন, আমার প্রশ্ন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, আমার সামনেই মন্ত্রী বসে আছেন। এ বিষয়ে মাননীয় স্পিকার আপনার একটি রুলিং চাই।’

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।