আমোদ-প্রমোদও বন্ধ নেইমারের!


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

নেইমারের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত হবে, এমন একটা ইঙ্গিত আগে থেকেই ছিল। কবে হবে, তা নিয়ে ছিল প্রশ্ন। কর ফাঁকির মামলায় এবার তার ব্যক্তিগত বিমান-সহ প্রায় ৫ কোটি ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার পরোয়ানা জারি করেছে ব্রাজিলের আদালত। ফলে বন্ধ হয়ে গেল নেইমারের সব আমোদ-প্রমোদ। ব্লক করা হল তার ব্যক্তিগত ইয়ট, জেট ও আরও সম্পত্তি। বিশাল অর্থের সম্পত্তি আপাতত ব্যবহার করতে পারবেন না নেইমার।

গত বছরের সেপ্টেম্বরেই রায় দিয়েছিল আদালত। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত প্রায় ১৬ মিলিয়ন ডলার কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ নেইমারের বিরুদ্ধে। ব্রাজিল ফেডেরাল ট্যাক্স এজেন্সির অডিটর, লাগারো জং মার্টিন্স অবশ্য স্বস্তি দিচ্ছে নেইমারকে। তিনি জানান, এর জন্য হয়তো জেলে যেতে হবে না ব্রাজিল তারকাকে। তবে তার জন্য করা জরিমানার যাবতীয় টাকা নেইমারকে দিয়ে দিতে হবে।

তিনি বলেন, ‘নেইমার আবার আবেদন করতেই পারেন।  কিন্তু তাতে বিশেষ কিছু পরিবর্তন হবে না। তবে যদি নিয়ম মেনে প্রাপ্য টাকা তিনি দিয়ে দেন তাহলে মামলা বন্ধ করে দেওয়া হবে। আমরা কোনও কঠিন সিদ্ধান্ত নেব না।’ ২০১১-১৩-র মধ্যে আয় কম দেখিয়ে কর ফাঁকি দিয়েছিলেন ব্রাজিল তারকা। এর শাস্তি হিসেবে সেই সময়ে নেইমারের প্রায় ৪৮ মিলিয়ন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল সাও পাওলোর ফেডারেল আদালত। এ নিয়ে অল্প ক’দিনের মধ্যেই ব্রাজিলেই দু’টি মামলায় শাস্তি পেলেন নেমার।

এর আগে অন্য একটি মামলায় ২০০৭-০৮ সালে কর ফাঁকি দেওয়ার অভিযোগে ব্রাজিলের তারকা স্ট্রাইকারকে ১ লাখ ইউরো জরিমানা করেছিল আদালত। এখানেই অবশ্য সব কিছুর শেষ নয়। বার্সেলোনায় দলবদল-ফি নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নেইমার ও তাঁর পরিবারের বিরুদ্ধেও মামলা চলছে।

২ ফেব্রুয়ারিই নেইমার ও তার বাবাকে প্রায় তিন ঘণ্টা জেরা করে মাদ্রিদ আদালত। বিষয় অবশ্যই নেইমারের সান্তোস থেকে বার্সেলোনা যাওয়ার বিষয়ে। বার্সেলোনা ৫৭.১ মিলিয়ন ইউরোতে নেইমারকে নিয়েছিল স্যান্টোস থেকে। খাতায় কলমে সান্তোস পেয়েছিল ১৭.১ মিলিয়ন ইউরো। বাকি ৪০ মিলিয়ন ইউরো যায় নেইমারের বাবার সংস্থায়। পরে তদন্ত করে দেখা যায় বার্সেলোনা নেইমারের পিছনে প্রায় ৮৩.৩ মিলিয়ন ইউরো খরচ করেছিল। এই পুরো বিষয়টিতে কোনও কারচুপির কথা অস্বীকার করেছে নেইমার, বার্সেলোনা, সান্তোস।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।