এশিয়া কাপ খেলতে আজ আসছে চার দল


প্রকাশিত: ০৮:০০ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

এশিয়া কাপের দামামা বেজে উঠতে আর কয়েকদিন মাত্র। তার আগেই অবশ্য শুরু হয়ে যাচ্ছে এশিয়ান দলগুলোর সেরার লড়াই। ২৪ ফেব্রুয়ারি মূল লড়াই শুরুর আগে মাঠে নেমে যাচ্ছে সহযোগি চারটি দেশ। আফগানিস্তান, হংকং, আরব আমিরাত এবং ওমান। ১৯ ফেব্রুয়ারি থেকে নারায়গঞ্জের ফতুল্লায় শুরু হয়ে যাবে এই চার দেশকে নিয়ে বাছাই পর্ব। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পর্বের ম্যাচগুলো। এখান থেকেই সেরা একটি দল খেলবে এশিয়া কাপের মূল পর্বে। মোট ৫ দল নিয়ে ২৪ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে এশিয়া কাপের লড়াই।

প্রথমবারেরমত এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বাছাই পর্বের ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ১৯ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং আরব আমিরাত। একই দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে হংকং এবং ওমান। ২০ ফেব্রুয়ারি মুখোমুখি আফগানিস্তান এবং ওমান। ২১ ফেব্রুয়ারি আরব আমিরাত মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে। ২২ ফেব্রুয়ারি আফগানিস্তান-হংকং এবং ওমান-আরব আমিরাত পরস্পরের বিপক্ষে খেলবে। ওইদিনই শেষ হবে বাছাই পর্বের ম্যাচ গুলো।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।