এশিয়া কাপের টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

‘মাইক্রোম্যাক্স টি-২০ এশিয়া কাপ ২০১৬’ এর টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ১৫০ টাকায় এই টুর্নামেন্টের খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটভক্তরা। আর সর্বোচ্চ টিকিটের মূল্য ৩০০০ টাকা।  এছাড়া সিরিজের প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)।

প্রতি ম্যাচের আগের দিন নির্ধারিত শাখা থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। ঢাকায় ইউসিবি ব্যাংকের মিরপুর শাখা থেকে সরাসরি টিকেট কিনতে পাবেন আগ্রহী দর্শকরা। এছাড়া প্রগতি সরণী, সোনারগাঁও জনপদ, বিজয়নগর, বসুন্ধরা ও নয়াবাজার শাখায় ইউক্যাশের মাধ্যমে ম্যাচের টিকিট পাওয়া যাবে। বাছাইপর্বের টিকিটি পাওয়া ইউসিবি ব্যাংকের নারায়ণগঞ্জ, কাঁচপুর ও চাষাড়া শাখায়।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পর্দা উঠবে এশিয়া কাপের এগারোতম আসর। প্রথমবারের মত এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। মূল পর্বের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে নারায়গঞ্জের ফতুল্লায় শুরু হবে সহযোগী চার দেশ নিয়ে বাছাই পর্ব। তবে ২২ ফেরুয়ারি শেষ রাউন্ডের খেলা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মূল পর্বে ওঠার লড়াইয়ে সহযোগী চার দেশ হচ্ছে আফগানিস্তান, হংকং, আরব আমিরাত এবং ওমান। শীর্ষে থাকা দল অংশ নিবে এশিয়ার চার শক্তিধর দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ১০০০ টাকা
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৫০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১৫০ টাকা

ফতুল্লা খান সাহেব আলী স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকা
আন্তর্জাতিক স্ট্যান্ড: ২০ টাকা
ক্লাব হাউজ: ২০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ২০ টাকা

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের কোয়ালিফাইং লেগ ম্যাচের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকা
সাধারণ গ্যালারি: ২০ টাকা

আরটি/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।