বোলিং নিষিদ্ধ জিম্বাবুয়ের ব্রায়ান ভিতোরির


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের বিপক্ষে জানুয়ারিতে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীনই অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন জিম্বাবুয়ের বাঁ-হাতি পেসার ব্রায়ান ভিতোরি। এরপর তাকে পরীক্ষায় অবতীর্ণ হতে হয়েছিল চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত বোলিং অ্যাকশন পরীক্ষাগারে। অবশেষে ভিতোরির অ্যাকশন পরীক্ষা নীরিক্ষার পর আইসিসি যে রিপোর্ট পেয়েছে তাতে দেখা যাচ্ছে, বল করার সময় তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রি সীমা পেরিয়ে যাচ্ছে। সুতরাং, অনির্দিষ্টকালের জন্য জিম্বাবুয়ের এই পেসারের বোলিংকে নিষিদ্ধ করলো আইসিসি।

অ্যাকশন ঠিক না করা পর্যন্ত আর বল হাতে মাঠে ফেরা হচ্ছে না ভিতোরির। জিম্বাবুয়ের এই বামহাতি পেসারের জন্য পরপর দ্বিতীয় দুঃসংবাদ এটা। কারণ, মাসের শুরুতেই তাকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে।  

আইসিসির নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশনের জন্য বহিষ্কৃত কোন ক্রিকেটার শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটেই নিষিদ্ধ থাকবেন। যদি ঘরোয়া কোন ক্রিকেটে অংশ নিতে চান, তবে তাকে সংশ্লিষ্ট বোর্ডের পরামর্শ নিতে হবে। স্থানীয় বোর্ড যদি অনুমতি দেয় তাহলে ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোন বাধা থাকবে না। সুতরাং, ভিতোরি জিম্ববুয়ের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযেগ পাবেন।  

২৫ বছর বয়সী ব্রায়ান ভিতোরি নিজের বোলিং অ্যাকশন সংশোধনের পর যে কোন সময় আবার পরীক্ষার আবেদন করতে পারবেন আইসিসির কাছে। পরীক্ষার পর আইসিসি অ্যাকশন দেখে বৈধ মনে হলে তাকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অনুমতি দেবে।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।