খিলগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে চাঁন মিয়া ঢালী নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
বুধবার দিবাগত রাতে খিলগাঁও থানার ৪০৫/এ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবির খিলগাঁও জোনাল টিম।
 
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চাঁন মিয়া অবৈধ অস্ত্র কেনা-বেচার দায় স্বীকার করেছে। এ ব্যাপারে রাজধানীর খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

জেইউ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।