নাটোরে দুই পক্ষের সংঘর্ষে শ্রমিক নেতাসহ গুলিবিদ্ধ ২


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

নাটোরে দুই পক্ষের সংঘর্ষে শ্রমিক নেতা রতন ওরফে রানা (৩৪) ও যুবলীগ কর্মী রাসেল (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। এসময় উভয়পক্ষের মধ্যে অন্তত সাত রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর রাসেলকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রানা শহরতলীর একডালা এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

শনিবার বিকেল ৫টার দিকে শহরের যমুনা ডিস্টিলারিজের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে তেবাড়িয়া এলাকায় যমুনা ডিস্টিলারিজের সামনের একটি চায়ের দোকানে যুবলীগের আফজাল হোসেন ওরফে মুরগি আফজাল এবং নাটোর ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রতন ওরফে রানার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পাঁচ থেকে সাত রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে।  

এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রানাকে (৩৪) উদ্ধার করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রানাকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের পেছন দিয়ে গুলি লেগে বুকে আটক আছে বলে ধারণা করা হচ্ছে। তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পৌর যুবলীগের সভাপতি সাঈম হোসেন জানান, সেখানকার ঘটনায় যুবলীগের কেউ জড়িত ছিল কি না তা তার জানা নেই।

রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।