নারায়ণগঞ্জে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন
একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীর লোকজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দিন আহম্মেদ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর আস্তে আস্তে রাজনীতিক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন শ্রদ্ধা নিবেদন করেন।
শাহাদাত হোসেন/বিএ