৪৫ বছর পর শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন বীরাঙ্গনারা


প্রকাশিত: ০২:৫১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

কুড়িগ্রামে স্বাধীনতার ৪৫ বছর পর শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বীরাঙ্গনারা। সদর উপজেলার ১৬ জন বীরাঙ্গনার মধ্যে ১৪ জন বীরাঙ্গনা দিবসের প্রথম প্রহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোরা নিয়ে আসেন।

এদিকে, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শেখ ইউসুফ হারুন। এছাড়াও পুষ্পমাল্য অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্ব স্তরের মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

নাজমুল হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।