দাউদ মার্চেন্ট ৩ দিনের রিমান্ডে


প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

ভারতের সঙ্গীত পরিচালক গুলশান কুমার হত্যা মামলার আসামি দাউদ মাচেন্টের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল মিয়ার আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার ভোরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে খিলগাঁও থেকে আটক করে। পরে তাকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের এসআই গোলাম রসুল। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান দাউদ মার্চেন্ট। মুক্তির পর গোয়েন্দা পুলিশ তাকে নজরদারিতে রাখে। পরে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় মঙ্গলবার ভোরে ফের তাকে গ্রেফতার করা হয়। ২০০৯ সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ গ্রেফতার হওয়ার পর তিনি কারাগারে ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।