কর্পোরেট বডিতে পরিণত হয়েছে সশস্ত্র বাহিনী


প্রকাশিত: ১০:৫০ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

সশস্ত্র বাহিনী কর্পোরেট বডিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। বুধবার নগরীর আসাদ এভিনিউর  সিভিসি  সেন্টারে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর উদ্যোগে আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক  গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সশস্ত্র বাহিনীকে নিয়ে গর্ব করি। তাদের জন্য যুদ্ধাস্ত্র কিনে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তারা এখন গণপূর্ত বিভাগের সঙ্গে পাল্লাদিয়ে ঠিকাদারি কাজে লিপ্ত হয়েছে। স্কুল, কলেজ নির্মাণের দায়িত্ব  নিচ্ছে। আইন না মেনে সাধারণ মানুষের ভূমি দখল করছে। তাই আমাদের ভয় হয় ভবিষ্যতে কি আমাদের নিরাপত্তার জন্য বেসরকারি বাহিনী গঠন করতে হবে?

তিনি আরও বলেন, সরকার যেসব  সিদ্ধান্ত নেন তা বাস্তবায়ন করতে পারে না। সরকার আদিবাসীদের সুরক্ষায় ব্যর্থ।

সংগঠনের নির্বাহী পরিচালক নোমান আহমদ খান এর সভাপতিত্বে গণশুনানিতে  আরো  বক্তব্য রাখেন  ঐক্য ন্যাপ এর সভাপতি  শ্রী পংকজ ভট্টা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।