সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকা বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০১ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে এক দম্পতি আহত হয়েছেন। আহতরা হলেন- মো. জসিম উদ্দিন (৩৫) ও তার স্ত্রী মোছা. জুবাইদা আক্তার (২৩)। রোববার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে জসিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী সুজন জানান, দুপুর ১২টার দিকে ওই দম্পতি সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড এলাকায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি ট্রাক তাদের সামনে এসে দাঁড়ায়। এরপর হঠাৎ বিকটশব্দে ট্রাকের চাকা বিস্ফোরিত হয়। এতে তারা দুজনই আহত হন। পরে দ্রুত তাদের ঢামেক হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, জসীম উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক। তবে জুবাইদা শংকামুক্ত।

তিনি আরও জানান, আহত দম্পতির বাসা চিটাগাং রোড এলাকার মাছের আড়তের পাশে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী আল-আমিন/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।