২২তম দিনে মেলায় ৬৪টি নতুন বই
অমর একুশে বইমেলার ২২তম দিনে মেলায় নতুন বই এসেছে ৬৪টি। মেলার বিভিন্ন স্টলে এসব বই পাওয়া যাচ্ছে। বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানা গেছে।
মেলায় আসা নতুন বইসমূহের মধ্যে রয়েছে- গল্প গ্রন্থ ৪টি, উপন্যাস ১১টি, প্রবন্ধ ২টি, কবিতা ২৭টি, গবেষণা ১টি, ছড়া ২টি, শিশুতোষ গ্রন্থ ৩টি, রচনাবলী ১টি, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ২টি, ভ্রমণ ২টি, রাজনীতি ৩টি, অনুবাদ ২টি এবং অন্যান্য ৪টিসহ মোট ৬৪টি।
এএসএস/এমএইচ/একে/আরআইপি