ইরাকে আটকে পড়েছে ১৮০ বাংলাদেশি


প্রকাশিত: ১১:১৭ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

ইরাকে ১৮০ জন বাংলাদেশির পাসপোর্ট কেড়ে নিয়ে বন্দুকের মুখে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করছেন আটককৃতদের পরিবার। বুধবার ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিক্রুটিং এজেন্সির প্রতারণার ফাঁদে আটকে যায় তারা। কাতার নেবার নাম করে ইরাকে পাঠানো হয় তাদের। কিন্তু আটককৃতদের দেশে ফেরানোর ব্যাপারে বাংলাদেশ সরকার কোন ধরণের পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

জানা গেছে, বাংলাদেশি শ্রমিকরা প্রায়ই রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণার শিকার হচ্ছেন। ইরাকে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশির পরিবারের সদস্যরা অভিযোগ করছে, তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার কোন ব্যবস্থায় গ্রহণ করছে না।

জানা যায়, গত মে মাসে ঢাকার একটি রিক্রুটিং এজেন্সি ঐ বাংলাদেশিদেরকে চাকুরী দিয়ে কাতারে নিয়ে যাওয়ার কথা বলে ইরাকের নাজাফে নিয়ে যায়। সেখানে তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি সরকারের বিভিন্ন পর্যায়ে এবং বাংলাদেশ দূতাবাসে জানানোর পরও তাদের উদ্ধার করে প্রত্যাবাসনের কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা বলেও অভিযোগ উঠেছে।

বুধবারের সংবাদ সম্মেলনের মূল উদ্যোক্তা রাইটস, যশোর নামে একটি মানবাধিকার সংস্থার প্রধান বিনয় কৃষ্ণ মল্লিক আটকে পড়া বাংলাদেশিদের বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই সরকারের সঙ্গে দেন-দরবার করছেন। -বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।