সাত ফুটবলারকে শোক’জ : থাকছেন না বিশ্বকাপ বাছাইয়েও


প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

মাঠ এবং মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়েছেন জাতীয় দলের সাত ফুটবলার। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটির সভায় মামুনুল ইসলাম মামুন, মো. জাহিদ হোসেন, সোহেল রানা, মো. শহিদুল আলম (সোহেল), ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মো. ইয়াছিন খান, আতিকুর রহমান মিশুকে শোকজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাফুফে কর্তৃক গঠিত ‘ফ্যাক্ট ফাইন্ডিংস’ কমিটির রিপোর্টের ভিত্তিতে এ সাত খেলোয়াড়কে শোকজ করা হয়েছে। তাদের বাফুফে ভবনে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থন করার সিদ্ধান্ত গৃহীত হয়। শুধু তাই নয়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠার কারণে, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এই সাত ফুটবলার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না। ফলে জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পারছেন না মামুনুল ইসলামসহ সাত ফুটবলার।

এ বিষয়ে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘বিশ্বকাপ বাছাইপর্বে জর্ডানের বিপক্ষে ম্যাচটির স্কোয়াডে তাদের (অভিযুক্ত ৭ ফুটবলার) নাম থাকবে না। যদি নির্দোষ প্রমাণিত না হয়, তাহলে কঠোর শাস্তি হবে তাদের।’

ন্যাশনাল টিমস কমিটি ৩ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করেছে। বাফুফে সহ-সভাপতি তাবিথ আওয়াল, ন্যাশনাল টিমস কমিটির সদস্য ও বাফুফের সহ-সভাপতি বাদল রায় ও ন্যাশনাল টিমস কমিটির সদস্য জনাব আনোয়ারুল হক হেলালকে নিয়ে গঠিত উপ-কমিটির কাছে আত্মপক্ষ সমর্থন করবেন অভিযুক্ত খেলোয়াড়রা।

সভায় ২৪ মার্চ আম্মানে জর্ডানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এবং তার পূর্বে ১৮ মার্চ আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত জাতীয় ফুটবল দলের সঙ্গে বাংলাদেশের ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের টিম লিডার হিসেবে বাফুফের সহ-সভাপতি বাদল রায়, টিম ম্যানেজার হিসেবে বাফুফে সদস্য সত্যজিৎ দাশ রূপু, প্রধান প্রশিক্ষক হিসেবে গনজালো, সহকারী প্রশিক্ষক সৈয়দ গোলাম জিলানী ও গোল কিপার প্রশিক্ষক আতিকুর রহমান আতিকের নাম চূড়ান্ত করা হয়।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।