মিঃ নুডল্স নিয়ে এলো ‘এগ নুডল্স’


প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

মিঃ নুডল্স নিয়ে এলো মজার স্বাদে ‘এগ নুডল্স’। সম্প্রতি প্রাণ এগ্রো লিমিটেডের নুডল্স গ্রুপের পরিবেশক সম্মেলনে ‘এগ নুডল্স’ বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 প্রাণ এগ্রো লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, ডিজিএম সেলস্ আহম্মেদ হালিম, ক্যাটাগরি মার্কেটিং ম্যানেজার তোষন পাল, মিঃ নুডল্স এর ব্র্যান্ড ম্যানেজার রিয়াদুল ইসলামসহ প্রাণ এগ্রো লিমিটেডের সেলস্ ও মার্কেটিং বিভাগের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
 
প্রাণ এগ্রো লিমিটেডের ক্যাটাগরি মার্কেটিং ম্যানেজার তোষন পাল জানান, ১৮০ গ্রাম ‘এগ নুডল্স’ প্রতি প্যাকের মূল্য রাখা হয়েছে মাত্র ১৮টাকা। সর্বোত্তম মানের কাঁচামাল দিয়ে আধুনিক মেশিনে তৈরি এই ‘এগ নুডল্স’ ভোক্তাদের দিবে পরিপূর্ণ তৃপ্তি। অচিরেই ভোক্তাদের কাছে ‘এগ নুডল্স’ জনপ্রিয় হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।