বলিউড মেতেছে নীরজাতে!
এ সপ্তাহে বলিউডে মুক্তি পেলো রাম মাধভানির বায়োপিক ধর্মী ছবি ‘নীরজা’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বলিউডের ফ্যাশন ডিভা হিসেবে পরিচিত সোনম কাপুর। এছাড়াও দীর্ঘ বিরতির পর এ ছবি দিয়ে আবারো পর্দায় দেখা যাচ্ছে শাবানা আজমীকে।
পুরো বলিউডে এখন নীরজা উৎসব। ছবিটির প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন, আমির খান থেকে শুরু করে আরো অনেক রথি-মহারথিরাই।
আর বক্স অফিসে শুরুটা খুব একটা ভালো না হলেও প্রথম সপ্তাহেই ‘এয়ারলিফট’কে পেছনে ফেলেছে আয়ের দিক থেকে। ছবিটি প্রথম দিনে আয় করে মাত্র সাড়ে ৪ কোটি রুপি। এতে হতাশই হয়েছিলেন মাধভানি। তবে দ্বিতীয় দিনেই বক্স অফিসে ঘুরে দাঁড়ায় ছবিটি। দ্বিতীয় দিনে এটি বক্স অফিস থেকে তুলে নেয় সাড়ে ৭ কোটি রুপি।
তৃতীয় দিনে এর আয়টি ছিলো মোটামুটি অবাক করা; ৯ কোটি ৭৫ লক্ষ রুপি। সব মিলিয়ে ছবিটি প্রথম সপ্তাহে ব্যবসা করে মোট ২১ কোটি রুপি।
এছাড়াও বিদেশেও ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে সোনমের নীরজা। প্রথম সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রে ছবিটির আয় ছিলো মোট ৫লাখ ৭৫ হাজার ডলার। যা কিনা বছরের শুরুতে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের এয়ারলিফট ছবিটির দ্বিগুন।
আরএএইচ/এলএ/এবিএস