শুরু হলো ইমতুর যৈবতি কন্যার মন ছবির শুটিং


প্রকাশিত: ১১:২০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমতু রাতিশের প্রথম চলচ্চিত্র ‘যৈবতি কন্যার মন’র শুটিং হয়েছে ঢাকার অদূরে মানিকগঞ্জে। ছবিটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা নার্গিস আক্তার।

ছবিতে ইমতুর বিপরীতে অভিনয় করেছেন সুমাইয়া সাকী। এছাড়াও অভিনয় করছেন আহমেদ রুবেল, সোহান, তাইফসহ আরো অনেকে।

‘যৈবতি কন্যার মন’ ছবির গল্পে দেখা যাবে একজন নারীর জীবনে বিভিন্ন মানুষের আগমন। একই সাথে প্রেম-বিরহে আবহে হৃদয় ছোঁয়া এক কাহিনি।

ছবিটি প্রসঙ্গে ইমতু বলেন, ‘নার্গিস আক্তার একজন গুণী নির্মাতা। তার পরিচালনায় আমার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে এটাই আমার কাছে দারুণ বিষয়। এটি আমার ক্যারিয়ারের জন্য একটি টার্নিং পয়েন্টও।’

তিনি আরো বলেন, ‘যৈবতি কন্যার মন’ ছবির গল্পটি একেবারেই আলাদা। চেষ্টা করছি নিজের সেরাটা দিয়ে কাজ করতে। আশা করি দর্শদের কাছে ছবিটি গ্রহণযোগ্যতা পাবে।’

নার্গিস আকতার বলেন, ‘মানিগঞ্জে ছবির চিত্রায়নের কাজ শুরু হয়েছে। আগামী ২৫ তারিখ থেকে আবারো এফডিসিতে এ ছবির কাজ শুরু হবে। চলবে টানা কয়েক দিন। আমাদের দর্শকরা বর্তমানে নকল ছবি দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছেন। সেখানে ‘যৈবতি কন্যার মন’ ছবিটি একেবারে মৌলিক গল্পে নির্মাণ করছি। আশা করি দর্শকরা ভালো লাগার সব উপকরণ পাবেন ছবিটিতে।’

এদিকে ইমতু বর্তমানে সদ্য আত্মপ্রকাশ করা বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত-তে ‘পালকী’ নামের সিরিয়ালের অভিনয় করছেন। নাটকটি নিয়ে ইমতু বললেন, ‘সিরিয়ালটি একটি চমক হিসেবে দর্শকদের কাছে উপস্থাপন করা হয়েছে। বড় বাজেটের এই সিরিয়ালটি এরইমধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে। এখানে গ্রামের এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্পই দেখানো হয়েছে। বেশ ভালোই সাড়া পাচ্ছি চারপাশের মানুষের থেকে।`

জানালেন, পালকী নাটকের প্রচার সময় পরিবর্তন হয়েছে। নতুন সময় নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৭ টা এবং রাত ৯ টায়।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।